নাম তার ফজলে রাব্বি। তিনি এর মধ্য করছে ওয়েব ফিল্মের কাজ। তবে তার ক্যারিয়ারের সেরা কাজ হয়তো হতে চলছে The bit যেটা শরীফুল ইসলাম শামীম এর পরিচালনায়, আমেরিকান 27investment প্রযোজনায় । যার ইতিমধ্যেই প্রথম লটের কাজ শেষ হয়েছে।
গল্পের পুরোটা সময় গল্পে দেখা যাবে ব্যংকের তিন জন অংশিদার যথাক্রমে জাবেদ সাহেব, কাদের সাহেব, রকি খান জনগনকে ফাকি দিয়ে জনগনের টাকা অাত্বসাৎ করতে চায়।তাতে রকি খান কে দুজন প্লান করে মেরে দেয়, তিনটা অংশ থাকে চাবির যেটার একটা অংশ গল্পে পুরোটা সময় সেই চাবি আয়ত্তে আনতে, কার কাছে রেখে যায় তা জাবেদ সাহেব, কাদের সাহেব সিন্ধুকের চাবিটার অংশগুলো নিজের করা নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ করে, এই সুযোগ নিয়ে রাব্বি তার স্যার জাবেদ সাহেবকে সরিয়ে দেয় এবং নিজে তার জায়গাটাতে দখল করে বসে,কাদের সাহেবে রাব্বি এক হয়ে পুলিশ অফিসার রুপে প্রেম এ পুলিশ অফিসার রূপে প্রেম রকি খানের মেয়েদের কাছ থেকে চাবি নিয়ে নেয়, বেইমান রাব্বি কাদের খান কেও মেরে ফেলে, প্রেম চৌকস পুলিশ অফিসার পরিচয় লুকিয়ে কাদেরের লোক হয়ে বিদেশ এর একজনকে আটক করে রিপ্লেস হয় ওই কেসটা ইন্ভিস্টিকেশন করে জজিবনের বাজি রেখে নিজের দায়িত্বশিলতার পরিচয় দেয় এবং চাবি ফিরিয়ে দেয় বাংকে জনগনের আমানত, তিনি নিজেকে ভালো রুপে প্রকাশিত হয়। রাব্বির পি এস থেকে স্যার হওয়ার স্বপ্ন যন্রণা দেয় জেলখানা তে।এটা কন্টিনিউস করার আশা দিয়েছেন প্রযোজনা সংস্থা 27 investment