বন্দরের সিএনজি চালিত অটোরিক্সা মানবেতর জীবন যাপন করছে, দেখার যেন কেউ নেই। বন্দরের মদনগঞ্জ,ঘারমোড়া, কলাগাছিয়া, সাবদী,নবীগঞ্জ,কাইকারটেক এই সকল রুটে চলাচল করা অটোরিক্সা চালকগুলোর যেন না খেয়ে মরার উপক্রম হয়ে পড়েছে। করোনা ভাইরাসের কারণে বিগত ৮ দিন ধরে তারা সরকারি সিদ্ধান্ত মেনে নিলেও তাদের সংসারে দেখা দিয়েছে নিদারুন টানা-পোড়েন অবস্থা । এ কারণে চালক পরিবার গুলোকে একরকম না খেয়েই দিনাতিপাত করতে হচ্ছে। আলাপচারিতায় জনৈক সিএনজি অটোরিক্সা চালক নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপ করে বলেন, আমরা দিনমজুরের মতো দিন আনি দিন খাই। ঘরে কোন খাবার নাই কি করবো এখন আমরা অসহায় হয়ে পড়েছি ছেলে মেয়ে নিয়ে আমাদের নেতাদের এখন খুঁজে পাওয়া যায়না।