বন্দর প্রতিনিধি : বন্দরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন ৮০০ অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন নাসিক ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার। রবিবার বেলা ১১টায় বন্দর রেললাইনস্থ তার নিজস্ব কার্যলয়ে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীর নির্দেশে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাসিক’র প্রকৌশলী সুমন চন্দ্র দেবনাথ, কর আদায়কারী জিন্নাত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবু সিকদার,মিয়া মো: শহিদ,এনামুল ইসলাম,ওসমান গনি,মেহেদী হাসান প্রমুখ।
বিতরন শেষে কাউন্সিলর হান্নান সরকার বলেন ‘‘আমরা সবাই ভয়ংকর এক অজানা নীরব ঘাতক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এই মহামারী বিস্তার রোধে আমরা সচেতন হব , সরকারের দেওয়া নির্দেশ মান্য করব। আপনাদের পাশে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র আইভী এবং আমরা জনপ্রতিনিধিরা। আপনারা সবাই সচেতন হন। সচেতন হলে আমরা এ মহামারীর বিরুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ।