নারায়ণগঞ্জ(বন্দর) প্রতিনিধি : করোনা ভাইরাস মোকাবেলার যুদ্ধে বসে নেই নাসিক কাউন্সিলররা। বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী “করোনা বীর’’ খ্যাত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ বেশ কিছু কাউন্সিলর জনপ্রতিনিধি হিসেবে একদিকে যুদ্ধ করেছে দেশের সংকটময় অবস্থায় ওয়ার্ডবাসীদের নিয়ে একসাথে , অন্য দিকে নিজেরা করোনায় আক্রান্ত হয়ে। তারা করোনায় আক্রান্ত হয়ে করোনাকে হার মানিয়ে এবার সবাইকে নিয়ে করোনাকে হার মানাতে ওয়ার্ডবাসীদের নিয়ে যুদ্ধের ছক আকছেন । বন্দরে এ রকম এক করোনা যোদ্ধাকে দেখা যায় পহেলা জুলাই দুপুরে বন্দর উপজেলা ছাত্রলীগ কার্যলয়ে। তিনি হচ্ছেন নাসিক ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর জনাব শিউলী নওশাদ। নারী হয়েও তিনি এ যুদ্ধে পিছিয়ে নেই। দেশের এই সংকটময় পরিস্থিতিতে ওয়ার্ডবাসীদের সেবা দেবার জন্য সর্বদা তাদের পাশে আছেন।
মধ্য সালেহনগর, বাংলাদেশ পাড়া , ও বাড়ই পাড়া এলাকার কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ১৩ ৩ম ধাপে প্রায় ৭৬ জনকে বিতরন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আরিফ, হাফেজীবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব আবুল খায়ের, ২১ নং ওয়ার্ড শ্রমিকলীগ সেক্রেটারী আল মামুন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বন্দর উপজেলার সাধারন সম্পাদক মো: আবদুর রব লাবু প্রমুখ।