হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে মো: রশিদ আহম্মদ (৫৫), স্ত্রী মোছাম্মদ আজবাহার (৪০), ছেলে মো: আব্দুর রহিম (১৮), মোছাম্মদ নূর নাহার (৫০) ও ব্যবসায়ী তরল বড়ুয়া সহ ৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সূত্র জানা গেছে, গত মঙ্গলবার রাতে কক্সবাজার জেলা চকরিয়া উপজেলায় মানিকপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড সুরজপুর গ্রামের বাসিন্দা মোছাম্মদ নূর নাহার (৫০) নামে এক মহিলা রোয়াংছড়ি আতœীয় বাড়িতে চলে আসে। এছাড়া রোয়াংছড়িতে কাপড় ও বালিশের ব্যবসায়ী তরল বড়ুয়া (৪০) তিনি গত বুধবার সকাল নিজ প্রয়োজন চট্টগ্রামে গিয়ে ছিলেন। একজন বহিরাগমন তরল বড়ুয়া ও বহিরাগত মহিলা নূর নাহার কারণে মো: রশিদ আহম্মদ পরিবারে সদস্য সহ আজ বৃহস্পতিবার সকাল থেকে ( ৮ ও ৯ এপ্রিল ২০২০) উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসানের নির্দেশে ১৪ দিনে পূর্বে ঘরে বাইরে যেতে না পারে ৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: বলেন হোম কোয়ারেন্টাইনে থাকার লোক থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনাগুলো ল্যাবের পাঠানো হবে।