মোঃ দীন ইসলাম, চাটখিল নোয়াখালী থেকে :
করোনা ভাইরাস সংক্রমনের এই দুর্যোগকালীন সময়ে সবাই সরকার নির্দেশিত সকল নিয়মাবলী মেনে চলবেন। আগামী ১০ দিন খুব গুরুত্বপূর্ণ। দয়া করে ঘর থেকে বের হবেন না। অসহায়, হতদরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্যোগে চাটখিল-সোনাইমুড়িতে দশ হাজার পরিবারের ঘরে ঘরে প্রায় ২০কেজি করে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছি। আগামী ৪ই এপ্রিল, শনিবার থেকে তালিকা অনুযায়ী দশ হাজার অভাবগ্রস্ত পরিবারের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। এর বাইরেও যদি কেউ বাদ পড়ে থাকেন তাহলে অবশ্যই স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবহিত করুন, আপনাদের ঘরেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।
সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন