জেলহক হোসাইন, (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা বাজারে আজ রোববার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এজেন্ট মুস্তাক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাহজাদপুর শাখা প্রধান মোঃ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল, বিআরডিবি চেয়ারম্যান লুৎফর রহমান, সাংবাদিক মনিরুল গনি চৌধুরী শুভ্র, ইব্রাহিম খলিলুল্লাহ নিশান প্রমুখ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বিশ্বের সেরা ব্যাংক সমুহের একটি।সর্বচ্চো মানের সেবার মাধ্যমে ব্যাংকটি কোটি কোটি গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। দেশের সকল শ্রেণীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এজেন্ট ব্যাংক দারুণ সুযোগ সৃষ্টি করেছে। আগামী দিনে এজেন্ট ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।