বন্দরে সালেহনগরস্থ হযরত হাজী বাবা ইয়ামনি (রঃ) এর ৫৪১ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ভান্ডার শরীফের খলিফা মরহুম তাহের আলী প্রধানের সুযোগ্য পুত্র নুর আলম ভান্ডারীর উদ্দ্যোগ্যে মাজার শরীফে গিলাপ চড়ানো হয় এবং মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক আবু সাইদ মিয়া, মো: আব্দুর করিম , শেখ আবু সাইদ , মো : মোশারফ হোসেন মশু , মো : নূর উদ্দিন, মো ঃ আব্দুল মজিদ মো ঃ সেলিম , খোকা সিকদার, মোঃ হোসেন, হোসেন তালই , শোভা ভান্ডারী , মো ঃ বাদল বাবুর্চী, মো ঃ রাসেল , মরন মিয়া , রফিক সিকদার, আশরাফ উদ্দিন আশু, মো : মনির হোসেন প্রমুখ।