জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহাজাদপুরে আশরাফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে কারো ডাকে বাড়ি থেকে বের হয়ে রাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহত কলেজছাত্র উপজেলার নাড়িনা ইউপির হানিফনগর গ্রামের মো. আজাদ আলীর ছেলে। তিনি সাতবাড়িয়া টেকনিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহত আশরাফুলের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস ও নিহতের মা জানান, শুক্রবার রাতে আশরাফুল মোবাইলে কারো সাথে কথা বলে হঠাৎ বাড়ির বাইরে যায়। অনেক রাতেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি করলে তার কোন সন্ধান মেলেনি। তবে শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে মাষকলাইয়ের ক্ষেতে তার লাশ দেখা যায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
শাহাজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠাবেন। ওসি আরো জানান, মরদেহ দেখে হত্যাকাণ্ড মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।