জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নৌ ও সড়ক পথে নারায়ণগঞ্জ থেকে আসা পোশাককর্মী ও বিভিন্ন পেশার মানুষ শাহজাদপুরে প্রবেশ করায় এবং পার্শ্ববর্তী উপজেলা উল্লাপাড়া ও বেলকুচিতে করোনা সনাক্ত হওয়ায় শাহজাদপুরকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা লকডাউন ঘোষণা করেছে শাহজাদপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা জানান, করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে থাকা ছাড়া বিকল্প উপায় নাই। শাহজাদপুর এর আপামর জনসাধারণের কল্যাণের কথা ভেবে গোটা শাহজাদপুর উপজেলাকে লকড ডাউন ঘোষণা করা হয়েছে।