সভাপতি নোমান, সম্পাদক লাভলু
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার বাংলাদেশ ছাত্র ফেডারেশন শাহজাদপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। মোঃ আব্দুল্লাহ আল নোমানকে সভাপতি, মোঃ লাভলু মিয়াকে সাধারণ সম্পাদক এবং সজীব আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে সিরাজগঞ্জ জেলা শাখা। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এবং বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান জয় স্বাক্ষরিত সংগঠনের নিজস্ব প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এ উপলক্ষ্যে শাহজাদপুর উপজেলা শাখা অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনায় তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।