জহুরুল ইসলাম,শাহজাদপুর (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুল শিক্ষক প্রাক্তন ছাত্রের হামলায় আহত হয়েছেন। আহত শিক্ষকের নাম মোঃ মোজাম্মেল হক। তিনি উপজেলার জামিরতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বাদী হয়ে অভিযুক্ত ছাত্রের নাম উল্লেখ করে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার জামিরতা স্কুলের প্রধান শিক্ষক স্কুল শেষে বাড়ি ফেরার পথে জামিরতা বাজারে ঐ স্কুলেরই প্রাক্তন ছাত্র মোঃ রাশিদুল ইসলাম পথরোধ করে অতর্কিত হামলা চালায়। পরে পথচারিরা এগিয়ে এসে ছাত্র রাশিদুল ইসলামকে নিবৃত করে। হামলাকারি রাশিদুল ইসলাম পোরজনা ইউনিয়নের জোৎপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।
পরে ঘটনাস্থল থেকে শাহজাদপুর থানা পুলিশ রাশিদুল ইসলামকে আটক করে নিয়ে আসে। গতকাল রবিবার দুপুরে শাহজাদপুর কোর্টে প্রেরন করা হয়।