জেলহক হোসাইন,শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত প্রায় ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের একটি সেতু থাকা সত্ত্বেও নতুন করে ৪০ মিটার দূরে সমতল ভূমি খুড়ে নতুন করে আরেকটি সেতু নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকেরা। বুধবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া নির্মানাধীন সেতুর পাশে কৃষি জমির ক্ষতি করে অযৌক্তিক সেতু নির্মানের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় কৃষকেরা।
মানববন্ধনে উপস্থিত কৃষকেরা বলেন, ছোট্ট একটি রাস্তায় পূর্বের একটি সেতু থাকা সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে কৃষি জমির ক্ষতি করে অযৌক্তিকভাবে নতুন করে সেতু নির্মান করছে কর্তৃপক্ষ। এই সেতু নির্মান হলে জনগণের কোন কাজে না আসলেও কৃষি জমির ভয়াবহ ক্ষতি সাধন হবে