জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল সোমবার দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বেলা এগারোটায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শাহজাদপুর পৌর এলাকার বিভিন্ন গুগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শাহজাদপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং জন্মবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আব্দুস ছালাম বেপারি, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এবং শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল। উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, পৌর ছাত্রলীগের সভাপতি রানা শেখ, সাধারণ সম্পাদক অনিক আকন্দ প্রমুখ। বিকেলে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। #