জহুরুল ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল শেখ গ্রুপ এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক আকন্দ গ্রুপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের আশিকের নেতৃত্বে প্রায় ৪৫ জনের একটি দল চাকু,হাতুরি ও রড নিয়ে পৌর ছাত্রলীগের অনিক আকন্দ গ্রুপের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা হলেন, রাহাত,শিশির,শাকিব,শাওন সহ আরো অনেকে। আহতদের উপজেলা সাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।এ ঘটনায় শাহজাদপুর রাজনৈতিক মহলে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক আকন্দ বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারনে হয়েছে।আমরা বসে এটা মিমাংসা করে নিব