স্কুল প্রতিনিধিঃ বন্দরে ৭/১/২০২০ সকাল দশটায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।তিনটি বিভাগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বন্দর উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন। এ সময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের খেলাধূলা ও সাহিত্য, সাংস্কৃতিক সকল বিষয়ে এগিয়ে যেতে হবে।তাহলেই বিশ্বে জাতি হিসেবে আমাদের মাথা উঁচু হবে।সামনেই মুজিববর্ষের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। আমাদের শিশুরা মুজিব বর্ষে সকল দিক দিয়ে এগিয়ে যাবে এটাই আমার প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাইফুদ্দিন আহমেদ বিপ্লব, লিপি আক্তার, তাসলিমা সুলতানা স্বপ্না, মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আজিবুর রহমান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা,কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ফরাজীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা আক্তার,বন্দর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রব লাবু, নুর জাহিদ বাদল, শেখ কামাল,ফাতিমা জালাল রত্না,আগমনি হোসেন,খোরশেদ আলম,খাদিজা আক্তার, শাহাদাত হোসেন প্রমুখ।
এ প্রতিযোগিতায় শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া তিন বিভাগে অনুষ্ঠিত হয়। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ক্রীড়া প্রতিযোগিতা হাজী ইব্রাহিম আলমচাঁন মডেল স্কুল এন্ড কলেজের মাঠে অনুষ্ঠিত হয়।