ফিরোজ খান : সমাজ সেবায় একধাপ এগিয়ে আছে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ পার্পল। আজ ৩০ ডিসেম্বর সেমাবার মদনগঞ্জ নমুনা বাজারে আলী আলকাছ মোল্লার রাইস মিল প্রাঙ্গনে শীতার্থদের মাঝে সোয়েটার, কম্বল, শীতের চাদর ও বাচ্চাদের জন্য বিপুল পরিমান শীত বস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানজিদা মঈন। সাধারণ সম্পাদক সৈয়দা ফাহমিদা আহমেদ, ট্রেজারার সুলতানা ইলা মরিয়ম, এছাড়াও আরো অন্যন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজ, মানসি, লাইলা, সামিয়া, নীলিমা, শ্রুতি, চৈতি, রাবেয়া, আমির এবং সার্বিক সহযোগিতা করেন আমির মোল্লা, দেলোয়ার হোসেন, কুতুবুদ্দিন, খালেদ, পলাশ, ফরিদ, নুরুল ইসলাম প্রমুখ।