হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: দু:স্থ মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এর আয়োজনে বান্দরবান জোনের নির্দেশনায় রোয়াংছড়ি সাব-জোনে অধিনায়ক ক্যাপ্টেন শরিফের নেতৃত্বে নব মুসলিম ৩০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। জানা যায়, বর্তমানে পরিস্থিতি বৈশ্বিক মাহামারী কোভিড-১৯, নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায় কর্মহীন নব মুসলিম পরিবারকে চাল,ডাল,আটা,পেঁয়াজ,লবণ,সাবান,সোয়াবিন তেল,চিনি সহ ঈদের উপলক্ষে এসব উপহার হিসেবে ত্রাণ সামাগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২০) সকালে ত্রাণ বিতরণে সময় ক্যাম্পে অধিনায়ক ক্যাপ্টেন শরিফ বলেন, বান্দরবান জোনের নির্দেশনায় রোয়াংছড়িতে বসবাসরত নব মুসলিম পরিবাদের মাঝে সামাজিক দূরত্ব রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।