হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দারবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে তিন পরিবারের বসতঘড় আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে ২নং ছাইঙ্গ্যা পাড়া বাসিন্দার মৃত মো: ওয়াশিউর রহমানের ছেলে দানুমিয়া (৭৫),মো: দানুমিয়া ছেলে মো: আবু তাহের (৪০) এবং ফজল করিম (৩৫)। সূত্রে জানা গেছে শনিবার (৭মার্চ ২০২০) গভীর রাতে ১টা দিকে ছাইঙ্গ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার এ অগ্নিকা- ঘটনা ঘটে। তবে এ অগ্নিকা-ের ঘটনা বৈদ্যুতিক শর্টশার্কি থেকে সূত্রপাট ঘটেছে বলে ধরণা করছে ক্ষতিগ্রস্তে পরিবার ও স্থানীয়রা। রোববার সকালে (৮মার্চ ২০২০) উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মামরা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং চেয়ারম্যানে ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান করা হয়। এছাড়া উপজেলা পরিষদে পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে শুকনো খাবার ও কম্বলসহ ত্রাণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান, তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, ইউপি সদস্য মো: মোর্শেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ময়নুল ইসলাম উপস্থিত ছিলেন।