সংবাদ বিজ্ঞপ্তি:: শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মৈত্রিময় শুভেচ্ছা জানিয়েছেন, ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ এর ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার রূপনা বড়ুয়া। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন : শুভ প্রবারণা পূর্ণিমা।এটি বৌদ্ধধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সমস্ত বৌদ্ধরা আজ এই উৎসবটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় উদযাপন করবে।প্রবারণার আলোয় দূরিভুত হবে বিভিষিকার অন্ধকার । সকল অশুভ শক্তি দূরে সরে গিয়ে সফল আর আনন্দঘন উৎসবে মুখর হয়ে উঠবে এই প্রবারণা পূর্ণিমা। অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র্য অটুট থাকুক আমাদের পৃথিবী। সেই সাখে স্মরণ করি মহা কারুনিক ভগবান বুদ্ধের অহিংসার বাণী :
জগতের সকল প্রাণী সুখী হোক
শুভ প্রবারণা পূর্নিমা। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা।
রূপনা বড়ুয়া
১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার
২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ রুমা, বান্দরবান পার্বত্য জেলা।