রাজশাহী সংবাদদাতা : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে একজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইবুন্যাল।মৃত্যুদন্ড প্রাপ্ত ব্যক্তি হলেন পুঠিয়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মৃত আব্বাস আলির ছেলে তৎকালীন মুসলিম লীগ সমর্থক আব্দুস সামাদ( মুসা) অরফে ফিরোজ খাঁ।তাকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে চারটি অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।এই অভিযোগ এর ভিত্তিতে রাষ্ট্র পক্ষ ২০১৬ সালে দ্রুত বিচার ট্রাইবুন্যালে অভিযোগ দায়ের করেন।তার বিরুদ্ধে নির্যাতন, বাড়ি ঘড় লুন্ঠন, অগ্নিসংযোগসহ হত্যার অভিযোগ আনা হয়।
বিচারিক আদালতের প্রতিবেদন মতে তার বিরুদ্ধে উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের সাঁওতাল পাড়ার হেৃমব্রেন, কানু হাসদা, জটু সরেন ও টুনু মাড্ডি নামক ব্যক্তিকে হত্যার অভিযোগ রয়েছে।
গত ৮ জুলাই উভয় পক্ষের শুনানি শেষে রায় প্রকাশের দিন অপেক্ষমাণ রাখা হয়।পরে গত ২৬ আগষ্ট ট্রাইব্যুনাল ২৭ তারিখ মঙ্গোলবার রায় প্রকাশের দিন ধার্য্য করেন
এবং বিচারক শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।এ বিচার কার্য্যে রাষ্ট্রকে পক্ষের প্রসিকিউর ছিলে ঋষিকেশ সাহা ও জাহিদ ইমাম। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ট্রাইব্যুনাল আব্দুস সামাদ মুসাকে মৃত্যুদন্ডের আদেশ দেন