বিশেষ প্রতিবেদন *
রাজধানীর মতিঝিল, কমলাপুর বাজার রোড সংলগ্ন ‘রাজধানী ফার্ণিচার’ এর সামনে এক অজ্ঞাত বৃদ্ধের নিথর মরদেহ পাওয়া যায়। সরেজমিন সূত্রে, সকাল ১০(দশ) ঘটিকায় রাজধানী ফার্ণিচারের সামনে বৃদ্ধের লাশটি পরে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা ‘৯৯৯’ নাম্বারে ফোন দিয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যাক্তি দীর্ঘদিন যাবত আরামবাগ ‘গাউছে পাক’ ভবনের সামনে ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি স্থান পরিবর্তন করে কমলাপুর কবি জসিমউদদীন রোড মোড়ে হোটেল পেন্টাগন এর সামনে ভিক্ষাবৃত্তি করতে থাকেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বৃদ্ধের নাম এবং পরিবার পরিজন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মধ্য থেকে একজন, নামঃ আফসার আলি(৫৫) দেওয়ানগঞ্জ, জামালপুর জেলার বাসিন্দা। তিনি দৈনিক বিপ্লবী বাংলাদেশ কে জানান; ‘এই মুরুব্বি আমার সাথে দীর্ঘদিন আরামবাগে ভিক্ষারত ছিলেন, উনি সব সময় বলতেন তার গ্রাম নোয়াখালী জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ উপজেলায়।’ এর বেশি তথ্য বৃদ্ধের ব্যাপারে আর কেউ জানাতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে কর্মরত পুলিশ কর্মকর্তা, মতিঝিল থানার সাব-ইন্সপেক্টর (এস আই) মাহফুজ এর নেতৃত্বে পুলিশ টিমের মাধ্যমে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে নিরব আতংক বিরাজ করছে। এ ঘটনার ব্যাপারে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, “অজ্ঞাত লাশটি ময়নাতদন্ত শেষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।