প্রেস বিজ্ঞপ্তি : এ এক অন্যরকম পহেলা মে। অন্যরকম শ্রমিক দিবস। নেই চিরচেনা ন্যায্যতা, সাম্য বা মজুরির দাবি নিয়ে সারাবছর ঘাম ঝড়ানো মানুষগুলোর মিটিং মিছিল বা স্লোগান-সর্বত্রই শূন্যতা। তবে অন্য যে কোনো সময়ের থেকে বেশিই যেন অনিশ্চয়তা উদ্বেগ-উৎকণ্ঠা। আজ পহেলা মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি ‘মে’ দিবস নামেও বহুল পরিচিত। বিশ্বের কোটি কোটি শ্রমজীবী ও মেহনতী মানুষের দাবি আদায়ের জন্য মহান ‘মে’ দিবস হিসেবে পালিত হয় এই দিনটি। তবে বর্তমানে পবিত্র মাহে রমজানের এই মাসে করোনা মহামারী দুর্যোগে পুরো দেশ বিপর্যস্ত। এই দুর্যোগে সকলের সুস্থতা কামনা করে মহান ‘মে’ দিবস উপলক্ষে সকল শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি রইল সশ্রদ্ধ বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।
—————————————————————————————————— ইঞ্জি : ওবায়দুল হক (ভিপি )আরিফ
সভাপতি – নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগ
——————————————————————————————————-