দুই টেস্টের সিরিজ শেষে আজ শ্রীলংকার কলম্বো থেকে ঢাকায় ফিরে আসছেন মুমিনুল হকের নেতৃত্বে থাকা বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। বিকাল ৪টায় বিশেষ বিমানে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।
ঢাকায় এসে ৩ দিনের কোয়ারেন্টিনে যাবেন টেস্ট দলের সদস্যরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোটেলের ব্যবস্থা করে রেখেছে। সেখানে ৩ দিন থাকবেন ক্রিকেটাররা। শ্রীলংকা থেকে আসার পথে কোভিড টেস্ট হয়েছে। সেখানে প্রত্যেকে নেগেটিভ এসেছেন।
চলতি মাসের ১২ অথবা ১৬ তারিখ তারিখ শ্রীলংকার ওয়ানডে সিরিজ খেলতে আবার ঢাকায় আসবেন। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচিত সদস্যদের আবার বায়ো-বাবলে প্রবেশ করতে হবে (যারা শ্রীলংকা থেকে আসছেন)। ইতোমধ্যে মিরপুরে বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। ২৩, ২৫ ও ২৭ মে তিনটি ওয়ানডে ম্যাচ হতে পারে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
শ্রীলংকায় বাংলাদেশ ২ টেস্টের সিরিজটি ১-০ ব্যবধানে হেরেছে। প্রথম টেস্ট ম্যাচটি ক্যান্ডিতে ড্র হলেও পরেরটি তারা ২০৯ রানে হেরেছে।