ফিরোজ খান ও পলাশ মাহবুবঃ গতকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মদনগঞ্জ ওয়ান্ডার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবের উদ্যোগে তৃতীয় বার্ষিক এর নাইট ক্রিকেট সটপিচ টিভি কাপ টুর্নামেন্ট এর জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথিী হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোখলেছুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক মদনগঞ্জ ধান চাউল বনিক সমিতি। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন রাসেল ইসলাম জীবন। কার্যকরী সদস্য মানবাধিকার সোসাইটি কেন্দ্রিয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোশারফ হোসেন, সভাপতি শান্তিনগর নতুন জামে মসজিদ। আলহাজ্ব আজিজুর রহমান, প্রধান শিক্ষক মদনগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। আব্দুর রশিদ চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক মদনগঞ্জ। বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন কমান্ডার, সভাপতি, ১৯ নং ওয়ার্ড শ্রমিকলীগ। পিয়ার জাহান, বিশিষ্ট সমাজ সেবক মদনগঞ্জ। হাজী মোঃ আলী আকবর, কোষাধক্ষ্য নয়াপাড়া পঞ্চায়েত কমিটি। আলহাজ্ব আনিছুজ্জামান আনিছ, সহ সভাপতি বামাকা(বন্দর থানা শাখা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আলঙ্গীর হোসেন(এমএসসি)সাঃসম্পাদক মদনগঞ্জ কেন্দ্রিয়জামে মসজিদ ও মাদ্রাসা। মোঃ মিল্লাদ হোসেন সাঃ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ ১৯ নং ওয়ার্ড। মোঃ অখিল উদ্দিন জাপা নেতা।মোঃ কাসেম, মোঃ বাসেদ, মোঃ দুলাল, আলম,মুকুল, জাহাঙ্গীর উজ্জল, ইকবাল হোসেন,এসএম শহিদ, খেলাটি উপস্থাপনা করেন আলমগীর হোসেন আলম ও আহাদ আনোয়ার, খেলাটি আয়োজন করেন বকুলতলা ইউনিটি বয়েজ। খেলায় অংশগ্রহণ করেন ফাইভ ষ্টার ক্লাব বনাম সৈয়াল বাড়ি ঘাট বন্ধু মহল। ফাইভ স্টার ক্লাব বন্ধু মহলকে হারিয়ে ফাইনালে খেলবে।
Home সংগঠন সংবাদ মহান বিজয় দিবস উপলক্ষে মদনগঞ্জ ওয়ান্ডার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্লাবের উদ্যোগে টিভি কাপ...