দুবাই প্রতিনিধি: ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে অবশেষে জানা গেলো মন্দির থেকে মদ ও বিয়ার উদ্ধারের ঘটনার সংযোক্ত আরব আমিরাত দুবাই শারজায় ১ নং সানাইয়ায় সনাতন ধর্মের অস্থায়ী ত্রকটি মন্দির থেকে বিপুল পরিমান মদ ও বিয়ার উদ্ধার করেছে শারজার আইনশৃংখলা বাহিনী। গত রবিবার ক্যাম্পে তথা মন্দিরের ক্যায়ারটেকার অশোক ঘোষ বলেন দির্ঘদিন ধরে ত্রই ক্যাম্পে’র ভিতরে ত্রকটি অস্থায়ি মন্দিরে পুজোঁ করে আসছে হিন্দুরা, আগের যে,জমিদার ছিল সে থাকা অবস্থায় ও পুজোঁ হতো শত শত ভক্তের আগমন হতো কিন্তু পূর্বের জমিদার চলে যাওয়ার পরে,প্রদিব সেন,ব্রাম্মন প্রদিব,রুকন মিলে ত্রই ক্যাম্পটি ভাড়া নেন, অশোক ঘোষ আরো বলেন প্রতি বৃহস্পতিবার রাতে মন্দিরের সবাই আসতো আনন্দ ফুর্তি করে পরদিন শুক্রবার আবার সবাই চলে যেতো আর সে জন্যই আগে থেকে মদ ও বিয়ার ত্রনে মওজোত রাখতো মন্দিরের ক্যাম্পে, শারজার আইনশৃংখলা বাহিনি খবর পেয়ে হানা দিয়ে সব মাল নিয়ে যায় ত্রবং অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়,ত্রই ঘটনায় শারজার আইনশৃংখলা বাহিনি নরে চড়ে বসেছে ত্রকটি ধর্মিয় উপাসালয় কি ভাবে মদ ও বিয়ার রাখে, প্রদিব সেন,ও ব্রাম্মন প্রদিবের বাড়ি চট্রগ্রাম জেলায়…….চলবে