মো: ফিরোজ খান : নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের উদ্দোগে বন্দর থানা বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীর উদযাপন কমিটির সার্বিক সহযোগিতায় করোনা দুর্যোগ মোকাবেলায় দুইশতজন কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়। চাল, ডাল,পিয়াজ,আলু, লবন, তেল, সেমাই, চিনি, গুড়াদুধ সহ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, চেয়ারম্যান জেলা পরিষদ ও সভাপতি নারায়ণগঞ্জ মহানগর আ’লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.খোকন সাহা, মহা নগর আ’লীগ। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব জসিম উদ্দিন জসু মদনগঞ্জ ১৯নং ওয়ার্ড আ’লীগ উদযাপন কমিটির আহবাহক। বড় বাবু মিয়া সহ আহবায়ক, মোঃ জাহাঙ্গীর আলম খায়ের, যুগ্ন সচিব, মাসুম যুগ্ন সচিব, হাজী ইসমিইল হোসেন মিন্ট, সদস্য, মোঃ মিল্লাদ হোসেন, সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগ ১৯নং ওয়ার্ড। আ’লীগ নেতা সাহাবুদ্দিন রানা। মোঃ জুয়েল,জাহাঙ্গীর আলম খায়ের, সাধঅরণ সম্পাদক মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন। মোঃ হোসেন, সোহেল।
আয়োজন করেন মদনগঞ্জ ১৯ নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি। নিরাপদ সামাজিক দূরত্ব ও পরিবেশ বজায় রেখে এসবব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়অ