স্টাফ রিপোটার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মঠবাড়িয়া থানা থেকে বাজার, ডাকবাংলো,পৌরসভা ও পাঠশালার সামনে থেকে যাওয়া প্রায় ২ কি.মি. সড়কটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে।সড়কটির কোথাও কোথাও হাঁটু সমান গর্ত রয়েছে।সামান্য বৃষ্টি হলেও দূর্ভোগে পড়তে হচ্ছে মঠবাড়িয়াবাসীকে।
চলাচলের একেবারে অযোগ্য এ প্রধান সড়কটির পাশেই রয়েছে উপজেলা পরিষদ,হাইস্কুল,প্রাথমিক বিদ্যালয়,ভূমি অফিস,কোর্ট,বাস স্ট্যান্ড ও পুলিশ স্টেশনসহ গুরুত্বপূর্ণ কার্যালয়।উপজেলা পরিষদে যাওয়ার একমাত্র অবলম্বন এ সড়কটি।
এ ব্যাপারে মুক্তযোদ্ধা মুজিবুল হক মজনু জানান,” আওয়ামীলীগে থাকা মুখোশধারী একটি চক্র কৌশলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে।স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরীরা যতদিন মঠবাড়িয়া আওয়ামীলীগের নেতৃত্বে থাকবে ততদিনে সরকারের ভিশন ২১ মঠবাড়িয়ায় বাস্তবায়ন হবে না।”
পিরোজপুর স ও জ এর এস ও আলী আকবর জানান,”হাঁটু সমান গর্ত আমার জানা ছিল না।আপনার কাছেই জানলাম।আগামীকালই খোঁয়া বালু নিয়ে ট্রাক পাঠাচ্ছি।”