মোঃ আবদুল রহিম হাওলাদার :
ভোলার চরফ্যাশন ৩ দিন ব্যাপী জেলা ইজতেমা আজ প্রথম দিন
বৃহস্পতিবার ফজর নামাজের পরেই শুরু হয়েছে হেদায়েতি বয়ান, বরিশাল বিভাগের সবচেয়ে বৃহৎ ধর্মীয় সমাগম হবে
বলে কতৃপক্ষ আশাবাদী, ভোলা জেলা ছাড়াও ঢাকাসহ ইন্দোনেশিয়া, মালয়োশিয়া ও ভারত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা আসছেন।
চরফ্যাশন দ্বিতীয় বারের মত,১৯,২০,ও,২১শে ডিসেম্বর ২০১৯চরফ্যাশন পৌরসভা ৫নং ওয়ার্ড B, R, D, P, (দুলার হাট সড়কে) বৃক্ষতলা মৃধা হাউজিং প্রকল্প মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।
ইজতেমায় লক্ষ্যদিক মুসল্লী সমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা। ইজতেমার ময়দানের জিম্মাদার আলহাজ্ব জয়নাল আবেদীন রাঢ়ী জানান মাঠে ৯টি খিত্যায় ৫২টি পয়েন্টে উপজেলাওয়ারী স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান এবার ইজতেমাকে কেন্দ্র করে ইজতেমার মাঠের আশপাশের স্বাস্থ্যসমত ৩ শত টয়লেট ও ৪ শত প্রস্রাব খানার ব্যবস্তা রয়েছে
এবং ৩ হাজার ওজুখানা নির্মাণ করা হয়েছে
পাশাপাশি ইজতেমাকে কামিয়াবী বা সফল করার জন্য পৃথক পৃথক, গোসল খানা, রান্নার জন্য জায়াগা ও ফ্রি চিকিৎসা ক্যাম্প, ঔষধ, এ্যামবুলেল্স এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে বলে জানিয়েছেন। আগামী ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।