চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: চরফ্যাসনে নুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেনের ( আনারস প্রতীক) নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নুরাবাদ ৭নং ওয়ার্ডস্থ হাসেম মৌলভী বাড়ীর উঠানে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে নুরাবাদ ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.হোসেন মিয়া সভাপতিত্ব করেন।
নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন মাষ্টার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উঠান বৈঠকে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ভোটারদের কাছে ভোট চেয়ে তার বক্তব্যে বলেন, আপনারা যদি আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো এবং মাদক ও সন্ত্রাস নির্মুল করে নুরাবাদকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীল কমল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, নুরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী আব্বাছ, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, দুলারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম রিপন পন্ডিত, বিশিষ্ট সমাজ সেবক আজাহার মাষ্টার প্রমুখ।