শুক্রবার রাত ১০ টার দিকে উত্তর বাজারের কাঠ ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রসে আনে।
স্থানীয়রা জানান, রাতে ওই এলাকায় হঠাৎ করে আগুন আর ধোঁয়া দেখে মানুষ ডাক-চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান গুলোতে ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে। ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ চেষ্টায় ঘন্টা খানেক পর আগুন নিয়ন্ত্রনে আসে।
এদিকে অগ্নিকান্ডে চায়ের দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, মাটির তৈজসপত্রের দোকান, ফার্মেসি, মাংসের দোকানসহ ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
এঘটনায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানান।