স্টাফ রিপোর্টারঃ ভোলার চরফ্যাশনের উপজেলা হাজারীগঞ্জ থেকে শুক্রবার বিকেলে চারশত পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহীম(২৬) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন গোয়েন্দা পুলিশ।
ইব্রাহীম উপজেলার হাজারীগঞ্জ০২নং ওয়ার্ডের মোঃ ইয়াছিন এর ছেলে।
জানাযায়, ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই( নিঃ) মোঃ হাবিবুুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার শশীভূষন থানাধীন হাজারীগন্জ ইউনিয়নের ০২ নং ওয়ার্ড হতে ইব্রাহীম(২৬) পিতা- মোঃ ইয়াছিন, সাং- হাজারীগঞ্জ ০২নং ওয়ার্ড, ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় মামলা নং১৪, তারিখ ২৬/০৬/২০ ।