চরফ্যাশন উপজেলা প্রতিনিধিঃ ভোলা চরফ্যাশনে মসজিদ কমিটিকে কেন্দ্র করে ১৭ ই এপ্রিল সন্ধ্যায় স্থানীয় জামাল কতৃক ভারাটিয়াদের সহযোগিতায় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভুগিরা জানায়,মাগরিব নামাজের শেষে মসজিদ কমিটি সমর্থনের কথা উঠলে জামাল সাধারন সম্পাদক পদপ্রার্থী হয় কিন্তু হাজারিগন্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেপারী বাড়ির লোকজন তাকে সমর্থন দেয়নি।এক পর্যায়ে বাকবিতণ্ডা জরিয়ে যায়।একপর্যায়ে জামাল আরো ক্ষিপ্ত হয়ে মসজিদের মুয়াজ্জিনের দিকে তেরে যায় মারার উদ্দেশ্যে এতে মুসল্লিরা আরো ক্ষেপে যায়। অতঃপর সবাই মসজিদ থেকে বেড় হয়ে য়ায়।তার কিছুক্ষন পরেই বেপারী বাড়িতে জামালসহ ভারাটিয়ারা দুটো ঘর ভাংচুর করে এবং এবং নগত ২লক্ষ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায় বলেও অভিযোগ তাদের।
এ ব্যাপারে অভিযুক্ত জামাল মসজিদ কমিটির বিষয়টি এরিয়ে গেলেও তার আর এক সহযোগী মন্জু একটি ঘর ভাংচুর এর কথা স্বীকার করেন।
এবিষয়ে থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।শশীভুষন থানার অফিসার ইনচার্য মনিরুল ইসলাম জানায়,এবিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।