ইমদাদুল হক মিলন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্যক্রম শুরু হয়েছে। বুধবার (২রা অক্টোবর) সকাল ৯টায় কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেল ৫টা পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইবুর রহমান,৯নং বন্দর কলোণী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম ও ২১ নং ওয়ার্ডের আনসার ভিডিপি’র দলনেত্রী কামরুন নাহার লিপি।
ছবিসহ নতুন ভোটার তালিকা হালনাগাদ প্রসঙ্গে উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান সাংবাদিকদের বলেন,কোন ক্রমেই ভূল তথ্য দিয়ে ভোটার নিবন্ধণ করা যাবে না। আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা করছে। আগামী ৪ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।