মোঃ দীন ইসলাম চাটখিল,নোয়াখালী থেকে :
চাটখিল,নোয়াখালী চাটখিল উপজেলাতে বাড়ি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ফেসবুকে স্টেটাসে এক অনাহারী মাকে নিয়ে একটি লিখা দেখে সে নিবার্চনী এলাকার এমপি (নোয়াখালী-১) এইচ এম ইব্রাহিম তাৎক্ষনিক তার ব্যক্তিগত ত্রান বিতরন কাজের তদন্ত কমিটির প্রধান জসিম উদ্দিন বাদলকে ওই অনাহারীকে খুঁজে বের করে প্রয়োজনীয় খাবার পৌছে দিতে নির্দেশ দেন। জসিম উদ্দিন বাদল বিপ্লবী বাংলাদেশকে বলেন, আমি এমপি মহোদয়ের নির্দেশ পেয়েই স্টেটাস দেয়া ছাত্রী ইতিকে খুঁজে বের করে এবং তাকে সংগে নিয়ে সে অনাহারী মায়ের বাড়িতে আজ বৃহস্পতিবার খাবার পৌছে দেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইতি দৈনিক বিপ্লব বাংলাদেশ কে জানান, তার বাড়ি উপজেলার নোয়াখলাতে। তার বাড়ির পাশের অনাহারী মহিলাটির কিশোর ছেলে একটি চায়ের দোকানে কাজ করতো। করোনার প্রভাবে দোকান বন্ধ হয়ে গেলে তার পরিবার তীব্র খাবার সংকটে পড়েন।সে মহিলা তাদের (ইতিদের) বাড়িতে এসে পুরনো ভাত আছে কিনা খোঁজ নিতে আসেন।