নারায়ণগঞ্জ(বন্দর) প্রতিনিধি : যারা ৮/১০ টি শিশুর মত স্বাভাবিক জীবন যাপন করতে পারে না এ রকম অস্বাভাবিক অটিজম শিশুর পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ইঞ্জি: আরিফ। একজন সরকারী প্রকৈশলী হওয়া সত্তেও মানুষের অধিকার আদায়ে যুক্ত হন রাজনীতিতে। আমাদের সমাজে অবহেলেতি এ সব প্রতিবন্ধীদের মধ্যে আছে কেউ দৃষ্টি প্রতিবন্ধী,কেউ মানসিক আবার কেউবা শারীরিক প্রতিবন্ধী। বন্দরের এমনও অনেক প্রতিবন্ধী শিশুদের সেবা দেবার জন্য গড়ে তুলেছেন স্বনামধন্য শিক্ষালয় ডা.এ.এফ হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমি। করোনা পরিস্থিতিতে দরিদ্র প্রতিবন্ধী পরিবারকে ধাপে ধাপে ত্রান বিতরন করে আসছেন স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফ। এরই ধারাবাহিকতায় রবিবার বেলা ১১ টায় দক্ষিন কলাবাগস্থ স্কুলটির অডিটরিয়ামে ১১তম ধাপে প্রায় শতাধিক পরিবারের মাঝে কাউন্সিলর আফজাল হোসেনের খাদ্য তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগ সভাপতি এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ইঞ্জি: ওবায়দুল হক (ভিপি আরিফ),দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদুল হাসান সিরাত, নারায়ণগঞ্জ নিউস.লাইভের বার্তা সম্পাদক নাজমুল হাসান সিয়াম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাবেয়া আক্তার,মুক্তা আক্তার, তাহেরা আক্তার,সেতু আক্তার,মো: আকরাম প্রমুখ। বিতরন শেষে ইঞ্জি: আরিফ প্রতিবন্ধী শিশুদের মুখে হাসি ফুটিয়ে তাদের পরিবারে ক্ষুধা যন্ত্রনা কিছুটা লাঘব করতে পারায় মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানিয়েছেন। সেই সাথে যারা তার সাথে অর্থ বা ত্রান সহায়তা করেছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেছেন যেন মহান রাব্বুল আলামিন এ রকম অসহায়দের পাশে দাড়ানোর সামর্থ্য রাখেন।