গতকাল রোববার (৭ মার্চ) ২০২১ ইং তারিখে সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে
বলেন, স্বার্থন্বেষী মহলের কতিপয় ব্যক্তি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে গত শুক্রবার (৫ ই মার্চ
)২০২১ ইং তারিখে বিভিন্ন অনলাইন গুলোতে প্রতিবেদন প্রকাশ করায়। গত শুক্রবার(৫শে মার্চ) ২০২১ ইং
তারিখে অনলাইন দৈনিক মেট্রো বাংলা টিভিতে রণচণ্ডী শামসুল উলুম দাখিল মাদ্রাসা শরীরচর্চা শিক্ষক নবিবুর
রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শিরোনামে আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়।
উক্ত সংবাদ সম্পর্কে আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। অতি দুঃখের বিষয় আমার বিরুদ্ধে এ ধরনের ভুল,
মিথ্যা ,বানোয়াট এবং ভিত্তিহীন কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাটা অত্যান্ত মানহানিকর। এজন্য আমি
সামাজিক ও মানসিক ভাবে সমাজে হেয়পতিপন্ন হয়েছি। আমার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য দিয়ে
সংবাদ প্রকাশ করাতে সংবাদকর্মীদের কে উৎসাহিত করেছে।
প্রতিবাদকারী মোঃ নবীবুর রহমান