পোরশা(নওগাঁ) প্রতিনিধি: পোরশায় নব্বই পুড়িয়া গাঁজাসহ খালেক (৫৮)মঞ্জুরুল ইসলাম (২৬)ও শাহজাহান আলী (৪৫)নামের তিন ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যাটনগর ইউনিয়নের খাসাহারএলাকায় সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।
আটক খালেক সাপাহার পাড়ার মৃত মালিক কাজি, মঞ্জুরুল কড়িদহ নুর নবীর ছেলে ও শাহাজান দেউলিয়ার মৃত অরন মন্ডলের ছেলে। এব্যাপারে পোরশা অফিসার ইনচার্জ তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে জানান।