মো: সাব্বির হোসাইন পিয়াস (পাবনা সদর প্রতিনিধি) : পাবনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০৯ জন কে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে. জেলায় মোট করে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়ালো ৬৩১ জনে l সবচেয়ে বেশি সাঁথিয়া উপজেলায় ৩৬ জন এবং চাটমোহর উপজেলায় ৩১ জন সোমবার দুপুরে পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান হোম কোয়ারেন্টাইনে থাকা সকল ব্যক্তি বিদেশ ফেরত তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে ,এদিকে পাবনা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাবনা জেলার সমস্ত এনজিও সমিতির কিস্তি আদায় স্থগিত ঘোষণা করেছে পাবনা জেলা প্রশাসক।