উজ্জ্বল রায় (নড়াইল) প্রতিনিধি: নড়াইলে অসহায় খেটে খাওযা গরীব কৃষকদের পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা আশিক ভট্টাচার্য। দেশের এই ক্রান্তিলগ্নে সময়ে অসহায কৃষকদের ত্রিশ শতক ফসলি জমির ধান কেটে দিলো নডাইল জেলা তথা নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি জানান, নডাইল জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি চঞ্চল শাহরিযার মীম ও বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ এর আহবানে সাড়া দিয়ে গতকাল সকাল বেলা ১১টায় সদর উপজেলার সিংগা শোলপুর ইউনিয়নের গোবরা পানির পাম্পের পাশের বিলে অসহায় নীল কমলের ৩০ শতক জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছে¡ একদল ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আশিক ভট্টাচার্য বলেন দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের দিক নির্দেশনা অনুযাযী দেশের ক্রান্তিলগ্নে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সকল চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে।১৯৪৮ থেকে আজ পর্যন্ত বাঙালি জাতির শান্তিতে সংগ্রামে দুর্যোগ-দুর্বিপাকে ছাত্রলীগ পাশে ছিল আজও আছে।