মো: সাব্বির হোসাইন পিয়াস (পাবনা সদর প্রতিনিধি)পাবনায় জেলা যুবলীগের উদ্দোগে করোনা ভাইরাস সংক্রমণের কারণে অসহায় এবং দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচী গ্রহন করেছেন পাবনা জেলা যুবলীগ ।সহযোগিতায় রয়েছেন বাংলাদেশের সনামধন্য স্কয়ার গ্রুপ । পাবনা জেলা যুবলীগের যুগ্নআহবায়ক শিবলী সাদিক জানান, পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তজা বিশ্বাস সনির নির্দেশে একটি পরিবারের জন্য যে সমস্ত খাদ্য সামগ্রী প্রয়োজন হয় সে গুলো প্যাকেট করার কাজে পাবনা জেলা যুবলীগের প্রতিটি সদস্য দিন রাত ধরে এই কাজে নিয়োজিত রয়েছে । দিন শেষে ৫০০০ প্যাকেট সম্পূর্ন হয়েছে আরো প্যাকেটের কাজ চলছে । শিবলী সাদিক আরো জানান, বাংলাদেশের যে কোন দূর্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখা সব সময় দেশের জন্য সকল কাজে এগিয়ে আসছে এবং আসবে।আগামী ৩০/০৩/২০২০ রোজ সোমবার থেকে অসহায় এবং দরিদ্রদের মাঝে খাদ্য সামগী বিতরণের কাজ শুরু হবে বলে জানান। এদিকে পাবনা জেলা যুবলীগের এই উদ্দোগ কে সাধারন মানুষ মানবতার ফেরিওয়ালা হিসেবে দেখছেন এবং তাদের এই মহত কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পাবনা বাসী।