সাথোয়াই প্রু মারমা থানচি প্রতিনিধি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান গত ৭ই সেপ্টেম্বর শনিবার, থানচি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী ছিলেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক দীপক চক্রবর্তী, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক দাউদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন থানচি উপজেলার সুযোগ্য চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, বান্দরবান জেলার পুলিশ সুপার ও রুমা উপজেলার নির্বাহী অফিসার। পরিদর্শনকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মান্নান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন দেশ ও জাতির উন্নয়নের আগামীর দিন গুলোতে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে ছাত্র-ছাত্রীরা। আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশকে এগিয়ে নিতে উন্নয়নের হাল ধরবে। এছাড়া বিদ্যালয় সু-পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের নির্দেশ দেন এবং সার্বিক সহযোগিতা আশ্বাস দেন তিনি।