সাথোয়াই প্রু মারমা, থানচি প্রতিনিধি : থানচি উপজেলার আওয়ামী লীগের নত গঠিত কমিটির সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত হয়ে যারা রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের হাত ধরে পা রাখেন তাদের সমন্বয়ে গঠিত থানচি উপজেলার নব কমিটির আয়োজনে আজকের এই সভায় সভাপতিত্ব করেন থানচি উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অংপ্রু ম্রো, ১নং রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা, ৩নং থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংছাই ম্রো সহ সকল শাখার আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব থোয়াইহ্লামং মারমা বলেন, আগামীর দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নব গঠিত সকল শাখার নেতা কর্মীদের সৎভাবে কাজ করতে হবে।