সাথোয়াই প্রু মারমা, (থানচি প্রতিনিধি) : থানচিতে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টার দিকে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সুযোগ্য চেয়ারম্যান জনাব থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব চসাথোয়াই মারমা (পশে)। এছাড়া আরো উপস্থিত ছিলেন থানা ইনচার্জ জনাব জোবাইরুল ইসলাম, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মোঃ নূর, সাংবাদিক অনুপম সহ শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শিক্ষা সমাজকে তরান্বিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি জনাব থোয়াইহ্লামং মারমা। তিনি বলেন, শিক্ষাকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের সকলের। এছাড়াও তিনি আসন্ন জে এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে নিয়মিত পড়াশোনা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই নিয়মিত পড়াশোনা করতে হবে। সেই সাথে অভিভাবককে নিজ নিজ সন্তানকে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহ দিতে অনুরোধ করেন তিনি। উল্লেখ্য যে, আসন্ন জে এস সি ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এই সমাবেশের আয়োজন করা হয়।