মোঃ আকাশ ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও আটোয়ারী উপজেলার কৃতি সন্তান দীপক কুমার রায় কে সংবর্ধনা প্রদান করেছেন। আটোয়ারী উপজেলা আওয়ামীলীগ আয়োজনে গত (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সন্ধায় দলীয় কার্যালয়ে এই সংবর্ধনা প্রধান করা হয়। দলের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুশ, মোঃ সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ ওয়াজেদ আলী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের সভাপতি, সম্পাদক, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, আমি আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রভানী প্রসাদ রায় এর ছেলে দীপক কুমার রায়। আমি আটোয়ারী উপজেলায় জন্ম গ্রহন করেছি। এখান থেকে ঠাকুরগাঁও জেলায় গিয়ে দলের শৃঙ্খলা বজায় রেখে দলের সাথে কাজ করেছি।
আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন আমার দলীয় নেতাকর্মীগন। তারই সুফল পেয়েছি আমি। এজন্য ধন্যবাদ জানাই দলের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা সহ কেন্দ্রীয় আ.লীগের নেতাকর্মীগনকে। উল্লেখ্য, আটোয়ারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ রায়হান চৌধূরী রকির নের্তৃত্বে প্রেস ক্লাব ভবনে অন্যান্য সদস্যদের নিয়ে এক গুচ্ছ লাল গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।