রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে গড়েয়া ঢাঙ্গীপুকুরে ভ্যান ও মোটর সাইকেল সহ দুই ভ্যান চোর কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান,শনিবার (২১শে মার্চ) ভোর ৫টায় মজিবুর রহমান পিতাঃ আতর আলী, গ্রামঃ ব্রাহ্মন ভিটা,পোঃ পলাশ বাড়ি, থানাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর ও আবুল হোসেন, পিতাঃ আনারুল শাহ্, গ্রামঃ দন্ড পাল,পোঃ বাগদহ, থানাঃ দেবীগঞ্জ,জেলাঃ পঞ্চগড় তারা দুজনেই একটি ডায়াং ৮০ সি সি গাড়ির পেছনে রশি বেধে অটো ভ্যান গড়িটি টেনে নিয়ে যাচ্ছিল এত ভোরে মজিবুর ও আবুল কে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদের কে জিজ্ঞাসা বাদ করলে অটো ভ্যান ও মোটর সাইকেলটি ফেলে দৌড় দিলে এলাকাবাসী তাদেরকে আটক করে এবং ১ নং ওয়াড ইউপি সদস্য আব্দুল মজিদ কে জানান তিনি ঘটনার সত্যতা পেয়ে ঠাকুরগাঁও সদর থানায় অবগত করলে ঠাকুরগাঁও সদর থানা থেকে পুলিশ ঘটনা স্থলে আসলে এলাকা বাসী একটি ডায়াং মোটর সাইকেল ও একটি অটোভ্যান সহ চোর দুইজন কে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয়রা আরও জানান এই দুই জন এর আগে কয়েক বার চুরি করতে ধরা পরেছে তারা বড় চোর সিন্ডিকেট এর সাথে জড়িত থাকতে পারে।
গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ (রেদো) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।