ঢাকা রেঞ্জের সুযোগ্য ডিআইজি মহোদয় এবং নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে ১৮/০৮/২০১৯ খ্রি: হইতে নারায়ণগঞ্জ জেলা জুড়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সেই আলোকে ২০/০৮/২০১৯ খ্রিস্টাব্দ রাত ০০.০১ ঘটিকা হইতে ২০/০৮/২০১৯ খ্রিস্টাব্দ রাত ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সকল থানায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মোট ২০ টি মাদক মামলা দায়ের করা হয় এবং এ সংক্রান্তে ৩২ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ৪২১ পিস ইয়াবা ট্যাবলেট , ২৬ গ্রাম হেরোইন , ১৮৫০ গ্রাম গাঁজা , ৩০২ বোতল ফেনসিডিল, ২ বোতল চোলাই মদ, ১ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয় ।
এছাড়া ১৯ টি জিআর, গ্রেফতারি পরোয়ানা ও ৩ টি সিআর, গ্রেফতারি পরোয়ানা তামিল করা হয়।
উক্ত অভিযান অব্যাহত থাকবে।