ইসমাইল হোসেন রাশেদ : ডেংগু রোগে আক্রান্ত লাইলি আক্তারের জীবন বাচাতে এগিয়ে আসেন রবি / এয়ারটেল আজিয়াটা উত্তরা ডিস্ট্রিবিউটর হাউজ তায়েবা-১ এর এরিয়া ম্যানেজার নুর হোসেন।
উত্তরা ডিস্ট্রিবিউট হাউজের কর্মরত ব্রান্ড প্রোমোটার জাকির হোসেনের খালাতোবোন গাজিপুরের বাসিন্দা লাইলি আক্তার (৩৫) চলমান জটিল রোগ ডেংগুতে আক্তান্ত হয়ে দীর্ঘদিন যাবত মৃত্যুর সাথে পাঞ্জালরে আচ্ছিলেন এমত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা উত্তরা সেক্টর ৯ অবস্থিত বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল (উত্তরা আধুনিক হাসপাতালে) ভর্তি করানো হয়।
রোগির অবস্থা অবনতি হওয়ায় এবং রক্ত শুন্যতা দেখাদিলে কর্তব্যরত চিকিৎসক রোগির সজনদের ০+ (ও পজেটিভ) রক্তের ব্যাবস্থা করতে বলেন সজনরা এদিক সেদিক খোজাখুজির পরেও রক্তের সন্ধান না পাওয়ায় হতাশ হয়ে পরেন রোগীর সজনেরা এমত অবস্থায় রবি / এয়ারটেল আজিয়াটা উত্তরা ডিস্ট্রিবিউটর হাউজের কর্মরত এরিয়া ম্যানেজারের নিকট খবর পৈছে এমতো অবস্থায় মানবিক বিবেচনায় জীবন বাচাতে এগিয়ে আসেন নুর হোসেন।
এখবর উত্তরা ডিস্ট্রিবিউটর হাউজের হাউজে পৈছালে সকলে তাকে সাধুবাদ জানায়।
এবিষয়ে এরিয়া ম্যানেজার নুর হোসেন সাংবাদিকদের সহ দৈনিক কাগজ কলম পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন রাশেদকে জানান মানবিক দৃষ্টিকোন থেকে একটি জীবন বাচাতে এগিয়ে জান তিনি।